Collection method

                         " আমরা যা কিছু করব

                         আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) 

             সন্তুষ্ট অর্জনের জন্য করব ইনশাআল্লাহ "


ডোনেশন কালেকশন পদ্ধতি

আমরা দুইভাবে ডোনেশন কালেক্ট করতে পারি

১. মাসিক ভিত্তিতে কালেকশন

২. ডেইলি ভিত্তিতে কালেকশন


মাসিক ভিত্তিতে কালেকশন

যখন কোন ইসলামী ভাই দাওয়াত ইসলামী কে দান সদকা করতে ইচ্ছুক, প্রথমে তাকে আমাদের সার্ভারে [ডোনার ইনফরমেশন

তার ডাটা একটিভ করা হবে। এক্টিভ করার পর প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে তাকে এলাটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে যে, এই মাসে তাহার দান সদকা প্রদান করা সময় এসেছে। এবং এলাট দেওয়ার পর জিম্মাদার ইসলামী ভাই তার কাছে যাবেন এবং ওই টাকা কালেক্ট করবেন এবং কালেক্ট করার সময়[ কালেকশন এন্টি ] তে তা সেভ করে নিবেন।


ডেইলি ভিত্তিতে কালেকশন 

যে সকল ইসলাম ভাই মাসিক ভিত্তিতে দিতে পারবে না তারা ডেইলি দুই টাকা একটি সার্ভিসের মাধ্যমে দাওয়াত ইসলামীকে দান করবে।

একজন ইসলামী ভাই ও ইসলামী ভাইয়ের মোবাইল থেকে একটি কোড ডায়াল এর মাধ্যমে তাহা অ্যাকটিভ করবে

একটিভ করা পর ওই ইসলামী ভাইয়ের থেকে ডেইলি দুই টাকা চার্জ করা হবে।

এই টির বিনিময় একজন ডোনেশনকারী ইসলামী ভাই পাবেন ডেইলি একটি হাদিস বা কোরআন এসএমএস পাবেন তার মোবাইলে

এবং সাপ্তাহিক ইজতেমার এলার্ট এবং বিভিন্ন ধরনের মাসোয়ারা এলার্ট পাবেন।

এই দুইয়ের মাধ্যমে আমরা দাওয়াত ইসলামীর জন্য এই দান সদকা কালেক্ট করি এবং দাওয়াত ইসলামীকে আরো পরিসরে বাড়ানোর জন্য মজবুত করি ইনশাআল্লাহ।